المرسلات

Al-Mursalaat

The Emissaries

Meccan
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

77:1

وَٱلْمُرْسَلَٰتِ عُرْفًۭا
Wal mursalaati'urfaa
ভাবো প্রেরিতপুরুষগণের কথা -- একের পর এক,

77:2

فَٱلْعَٰصِفَٰتِ عَصْفًۭا
Fal'aasifaati 'asfaa
আর ভাবো ঝড়ের মতো আসা দমকা হাওয়ার কথা,

77:3

وَٱلنَّٰشِرَٰتِ نَشْرًۭا
Wannaashiraati nashraa
আর ভাবো যারা ছড়াচ্ছে ছড়ানোর মতো,

77:4

فَٱلْفَٰرِقَٰتِ فَرْقًۭا
Falfaariqaati farqaa
তারপর আলাদা করে দেয় আলাদা করণে,

77:5

فَٱلْمُلْقِيَٰتِ ذِكْرًا
Falmulqiyaati zikra
তারপর গেথে দেঁয় স্মারক গ্রন্থ, --

77:6

عُذْرًا أَوْ نُذْرًا
'Uzran aw nuzraa
পরিশোধিত করতে অথবা সতর্ক করতে।

77:7

إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌۭ
Innamaa too'adoona lawaaqi'
নিশ্চয় তোমাদের যা ওয়াদা করা হয়েছে তা অবশ্যই ঘটতে যাচ্ছে।

77:8

فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ
Fa izam nujoomu tumisat
সুতরাং যখন তারাগুলো ঝিমিয়ে পড়বে।

77:9

وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ
Wa izas samaaa'u furijat
আর যখন আকাশ ভেঙ্গে পড়বে,

77:10

وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ
Wa izal jibaalu nusifat
আর যখন পাহাড়গুলোকে উড়িয়ে দেওয়া হবে,

77:11

وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ
Wa izar Rusulu uqqitat
আর যখন রসূলগণকে নির্ধারিত সময়ে নিয়ে আসা হবে --

77:12

لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ
Li ayyi yawmin ujjilat
কোন সে দিনের জন্য ধার্য রাখা হয়েছে?

77:13

لِيَوْمِ ٱلْفَصْلِ
Li yawmil Fasl
ফয়সালার দিনের জন্য।

77:14

وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِ
Wa maaa adraaka maa yawmul fasl
আর কী তোমাকে বুঝতে দেবে ফয়সালার দিনটি কি?

77:15

وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
Wailuny yawma 'izillilmukazzibeen
ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের জন্য!

77:16

أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَ
Alam nuhlikil awwaleen
আমরা কি পূর্ববর্তীদের নিধন করি নি?

77:17

ثُمَّ نُتْبِعُهُمُ ٱلْءَاخِرِينَ
Summa nutbi'uhumul aakhireen
তারপর পরবর্তীদেরও আমরা তাদের অনুগমন করাব।

77:18

كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ
Kazzlika naf'alu bilmujrimeen
এইভাবেই আমরা অপরাধীদের প্রতি আচরণ করে থাকি।

77:19

وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
Wailunw yawma 'izil lil mukazzibeen
ধিক সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!

77:20

أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍۢ مَّهِينٍۢ
Alam nakhlukkum mimmaaa'im maheen
তোমাদের কি আমরা সৃষ্টি করি নি এক তুচ্ছ জলীয় পদার্থ থেকে?

77:21

فَجَعَلْنَٰهُ فِى قَرَارٍۢ مَّكِينٍ
Faja'alnaahu fee qaraarim makeen
তারপর আমরা তা স্থাপন করি এক সুরক্ষিত স্থানে, --

77:22

إِلَىٰ قَدَرٍۢ مَّعْلُومٍۢ
Illaa qadrim ma'loom
এক অবহিত পরিমাপ পর্যন্ত;

77:23

فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَٰدِرُونَ
Faqadarnaa fani'mal qaadiroon
তারপর আমরা বিন্যস্ত করি, সুতরাং কত নিপুণ বিন্যাসকারী আমরা!

77:24

وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
Wailuny yawma 'izil lilmukazzibeen
ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!

77:25

أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ كِفَاتًا
Alam naj'alil arda kifaataa
আমরা কি পৃথিবীটাকে বানাই নি আধাররূপে --

77:26

أَحْيَآءًۭ وَأَمْوَٰتًۭا
Ahyaaa'anw wa amwaataa
জীবিত ও মৃত, --

77:27

وَجَعَلْنَا فِيهَا رَوَٰسِىَ شَٰمِخَٰتٍۢ وَأَسْقَيْنَٰكُم مَّآءًۭ فُرَاتًۭا
Wa ja'alnaa feehaa rawaasiya shaamikhaatinw wa asqainaakum maaa'an furaataa
আর তাতেই তো আমরা বানিয়েছি উঁচু পাহাড়-পর্বত, আর তোমাদের পান করতে দিয়েছি সুপেয় পানি?

77:28

وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
Wailuny yawma 'izil lilmukazzibeen
ধিক সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি!

77:29

ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
Intaliqooo ilaa maa kuntum bihee tukazziboon
''তোমরা চলো তারই দিকে যাকে তোমরা অস্বীকার করতে, --

77:30

ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ ظِلٍّۢ ذِى ثَلَٰثِ شُعَبٍۢ
Intaliqooo ilaa zillin zee salaasi shu'ab
''চলো সেই ছায়ার দিকে যার রয়েছে তিনটি স্তর, --
Share: