العاديات

Al-Aadiyaat

The Chargers

Meccan
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

100:1

وَٱلْعَٰدِيَٰتِ ضَبْحًۭا
Wal'aadi yaati dabha
ভাবো ঊর্ধ্বশ্বাসে ধাবমানদের কথা,

100:2

فَٱلْمُورِيَٰتِ قَدْحًۭا
Fal moori yaati qadha
ফলে যারা আগুনের ফুলকি ছোড়ে আঘাতের ছোটে,

100:3

فَٱلْمُغِيرَٰتِ صُبْحًۭا
Fal mugheeraati subha
আর যারা ভোরে অভিযান চালায়,

100:4

فَأَثَرْنَ بِهِۦ نَقْعًۭا
Fa atharna bihee naq'a
আর তার ফলে যারা ধূলো উড়ায় --

100:5

فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا
Fawa satna bihee jam'a
তখন এর ফলে সৈন্যদলকে ভেদ করে যায়।

100:6

إِنَّ ٱلْإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌۭ
Innal-insana lirabbihee lakanood
মানুষ নিশ্চয়ই তার প্রভুর প্রতি বড় অকৃতজ্ঞ,

100:7

وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌۭ
Wa innahu 'alaa zaalika la shaheed
আর সে আলবৎ এ বিষয়ে অবশ্য প্রত্যক্ষদশ।

100:8

وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ
Wa innahu lihubbil khairi la shadeed
আর নিঃসন্দেহ সে ধনসম্পদের মোহে দুরন্ত।

100:9

۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ
Afala ya'lamu iza b'uthira ma filquboor
তবে কি সে জানে না যখন কবরগুলোয় যা আছে তা তোলা হবে,

100:10

وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ
Wa hussila maa fis sudoor
এবং অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে?

100:11

إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍۢ لَّخَبِيرٌۢ
Inna rabbahum bihim yauma 'izil la khabeer
নিঃসন্দেহ তাদের প্রভু সেইদিন তাদের সন্বন্ধে সবিশেষে অবহিত থাকবেন।
Share: