بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ
Al haaku mut takathur
প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মতিভ্রম ঘটায়, --
حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ
Hatta zurtumul-maqaabir
যতক্ষণ না তোমরা কবরে আসো।
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
Kalla sawfa ta'lamoon
না! শীঘ্রই তোমরা জানতে পারবে!
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
Thumma kalla sawfa ta'lamoon
আবার বলি, -- না, শীঘ্রই তোমরা জানতে পারবে!
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ
Kalla law ta'lamoona 'ilmal yaqeen
না, যদি তোমরা জানতে নিশ্চিত জ্ঞানে!
لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ
Latara-wun nal jaheem
তোমরা তো ভয়ংকর আগুন দেখবেই।
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ
Thumma latara wunnaha 'ainal yaqeen
আবার বলি, তোমরা অবশ্যই এটি দেখবে নিশ্চিত দৃষ্টিতে।
ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ
Thumma latus alunna yauma-izin 'anin na'eem
এরপর সেইদিন তোমাদের অবশ্যই জিজ্ঞাসা করা হবে অবদান সম্পর্কে।